শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন

কালিগঞ্জে জনশুমারি ও গৃহগণনা অবহিত করণ সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি\ “জনশুমারি সমৃধদ্ধি ও উন্নয়ন, জনশুমারির তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে তারই সভাকক্ষে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মন্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুকোনুজ্জামান বাপ্পি, সমাজসেবা কর্মকর্তা আব্দুল­াহ-আল-মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ইউপি চেয়ারম্যান যথাক্রমে- গাজী শওকত হোসেন, আলিম আল রাজী টোকন, সাফিয়া পারভীন, গোবিন্দ মন্ডল, জাহাঙ্গীর আলম ও ফেরদৌস মোড়ল প্রমুখ। অবহিতকরণ সভায় কর্মকর্তারা বলেন, দেশে প্রতি ১০ বছর পর পর আদমশুমারি হয়ে থাকে। এবছর আদমশুমারি অন্য রকমভাবে ডিজিটাল পদ্ধতিতে ডিভাইস ডাটাবেজ এর মাধ্যমে করা হবে। জনশুমারি ও গৃহগণনা করার জন্য উপজেলায় ৬৯৫ জন তথ্য সংগ্রহকারী এবং ১১৮ সুপারভাইজার নিয়োাগ দেওয়া হয়েছে। জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম আগামি ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com