বুধবার, ১৪ মে ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

কালিগঞ্জে জমতে শুরু করেছে পশুর হাট \ দাম বেশি হওয়ায় ক্রেতা কম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ দিন যতই যাচ্ছে ততই কালিগঞ্জ উপজেলার পশুর হাট গুলো জমে উঠছে। কালিগঞ্জ উপজেলায় এবার পবিত্র ঈদুল আযহার লক্ষমাত্রা অনুযায়ী পশু বিক্রি তুলনা মূলক কম ভাল। কিন্তু বেঁচা-বিক্রিতে একটু মন্দার ছাপ লাগলেও ক্রেতাগন আঙ্গুল তুললেন হাটের মধ্যস্বত্তভোগী (ফোঁড়ের অর্থ্যাৎ গরুর দালালের দিকে। উপজেলার ঐতিহ্যবাহী রতুনপুর গরুর হাটে এমনই দৃশ্য দেখা মিলল। গরু দেখতে প্রকার ভেদে, রকম ভেদে যাই হোক না কেন ক্রেতা একটা গরুর পাশে যাওয়া মাত্রই চতুরদিকে ঘিরে দাঁড়ায় যত সব কৌতূহলি ক্রেতা। তারা কিন্তু নাম মাত্রই ক্রেতা। আসল ক্রেতাকে ঘিড়ে তাদের কত রকমের দৌড়াত্ব। মনে হচ্চে মুহুর্তের মধ্যে একের অধিক ক্রেতা গরুটি কিংবা গাছলটি কিনে ফেলল। প্রকৃত পক্ষে আসল ক্রেতা বা ক্রেতার স্বপক্ষের লোকের কোন রকমের পাত্তাই দিচ্চে না দালালেরা। নামটি একটু পরেই শোনা গেল যে আসলেই ওরা দালাল। তারা গরুটির আসল দাম ছাড়া প্রায় ৫ থেকে ১০হাজার টাকা বেশি দাম দিয়ে গরুর দড়ি ধরে টানা হেঁচড়া করতে থাকে। এমনকি গরু বিক্রেতার হাতের মধ্যে কতোকগুলো টাকার গুজে দিয়ে গরু টানতে টানতে হাটের মধ্য থেকে প্রায় রাস্তায় তোলার মত করল। গরুর বিক্রেতা কিন্তু না ছোড় বান্দা। গরুর প্রকৃত মূল্য ছাড়াও কিন্তুু বেশি দাম দিতে চাচ্ছে ওড়া তবুও কেন গরু দিচ্ছে না এমন কথার জবাবে পাশে দাঁড়ায় থাকা রতনপুর ইউনিয়নের গড়ুইমহল গ্রামের মোঃ জাফর আলী,মোঃ শহিদুল ইসলাম, মোঃ আরশাদ আলী দরফদার বলছে ভাই আপনারা যাতে ওর চেয়ে ও বেশি দাম দিয়ে গরুটি তাড়াতাড়ি কিনে নেন এজন্য এমনই কর্মযঙ্গ ওদের। ইতে মধ্যে আমারা কিন্তু আনুমানিক গরুটির দাম ছাড়া ও প্রায় ১৫০০০হাজার বেশি মূল্যে গরুর দাম বলে ফেলতেছিলাম। এমই দৃশ্য আসলে দেখতে হলো গত শুক্রবার উপজেলার রতুনপুর গরুর হাটে শেষ বিকালে ।যাই হোক উপজেলার পশুর হাট গুলো যাতে ক্রেতা বিক্রেতা বান্ধব হয় সে লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি তে রাখা হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী ইতি মধ্যে পশুর হাটগুলোর হাট ব্যাবস্থাপনা কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন এবং কঠোর নির্দেশনা প্রদান করেন যাহাতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটগুলো ক্রেতা বিক্রেতা বন্ধব হয়ে উঠে। যাই হোক এখন ও পর্যন্ত পশুর হাট গুলোতে পশুর দাম একটু বেশি, সাথে সাথে উপজেলা জুড়ে খামাড়িদের মাঝে শতভাগ বেচা বিক্রির না হওয়ার আশাঙ্খা বিরাজ করছে। অন্যদিকে উপজেলা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে প্রত্যেকটি পশুর হাটে প্রাণী সম্পদের মেডিকেল টিম হাটে আগত প্রত্যেটির পশুর স্বাস্থ্যবিষয়ক পরীক্ষা ও তদারকি করার ব্যবস্থা করেছেন উপজেলা প্রশাসনের থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com