কালিগঞ্জ প্রতিনিধিঃ সুশীলনের নির্বাহী প্রধান, বাংলাদেশের বিশিষ্ঠ এনজিও ব্যক্তিত্ব ও আবৃত্তি শিল্পী উপকুল বন্ধ মোস্তফা নুরুজ্জামান এর ৬০তম জম্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুশীলন আঞ্চলিক কার্যালয়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কার্যনির্বাহী পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ ইলাদেবী মলিক, সদস্য এ্যাডঃ জাফরুলাহ ইব্রাহিম ও কনিকা সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ইন্দ্রজিত কুমার মন্ডল, সহকারী শিক্ষক জিএম, আবু আব্দুলাহ, কৃষ্ণনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, সৈয়েদ মাহমুদুর রহমান, জাপানী মেহমান কুমা, শহিদুর রহমান মিন্টু, আঞ্চলিক অফিসের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম, সুশীলন যশোর অফিসের ঋণদান কর্মকর্তা আবু জাফর মিলন, নাজিম উদ্দিন সরদার প্রমুখ। শুরুতে সুশীলন পরিবারের পক্ষ থেকে বানী পাঠ ও কেক-কেটে জম্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের পেশ ইমাম আশরাফুল ইসলাম আজিজি।