কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ মহাবতার ভগবান শ্রীশ্রী কৃষ্ণের ৫২৪৮তম জম্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুজা উদ্যাপন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে বাসটার্মিনাল সংলগ্ন রাস্তার উপর থেকে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ শত শত কৃষ্ণ ভক্তবৃন্দ। পরবর্তীতে শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খানবাহাদুর আহছানউলাহ সেতু সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে এসে শেষ হয়। এসময় উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি (অবসরপ্রাপ্ত) অধ্যাপক সনৎ কুমার গাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। তিনি বলেন, বাংলাদেশ অস¤প্রদায়িক ধর্মের দেশ। বর্তমান সরকার সকল ধর্মের মানুষদের প্রতি মানবিক আমরা হিন্দু ও মুসলমান মিলে মিশে একই দেশে বসবাস করি। পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রনজিৎ কুমার সরকার ও সাধারণ সম্পাদক গ্রাম্য ডাক্তার মিলন কুমার ঘোষের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন থানার ওসি হালিমুর রহমান বাবু, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাহিত্যিক বদরু মোহাম্মাদ খালেকুজ্জামান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সজল কুমার মুখার্জি, অসিত সেন, কৃষ্ণপদ সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ মন্ডল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কোষাধ্যক্ষ বরুণ কুমার ঘোষ, কৃষ্ণনগর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার রায়, বিষ্ণুপুর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল প্রমুখ। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, শ্যামনগর সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি শেখ আকবার কবির, কুশুলিয়া ইউনিয়ন আ‘লীগের সভাপতি কাজী কাওফিল-অরা সজল।