কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে জলবায়ু অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় জনকল্যাণ সংস্থার আয়োজনে সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের পাশে জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি মারুফ হাসানের সভাপতিত্বে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপক‚লীয় অঞ্চলে তথা সারা বিশ্বের উন্নয়নের সকল পদক্ষেপ প্রভাবিত হচ্ছে। উন্নত দেশগুলো গ্রীন হাউজ গ্যাস নির্গমন করে জলবায়ুর পরিবর্তনকে ত্বরান্বিত করছে। এ কারণে বাংলাদেশের উপক‚লীয় অঞ্চল সমূহ ক্ষতির সম্মুখীন হচ্ছে সবচেয়ে বেশি। এরই ধারাবাহিকতায় জনকল্যাণ সংস্থা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে উপক‚লীয় সমস্যা গুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে জলবায়ু অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য প্রভাষক মুহিবুলাহ, ফিরোজ হোসেন প্রমুখ।