কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তো বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুথানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক মেসবাহ কামাল মুন্না। সুকুমার দাশ বাচ্চ‘ুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মনিরুজ্জামান মনির, সাতক্ষীরা জেলা সদরের সমন্বয়ক ইলিয়াস আহমেদ, শেখ আনোয়ার হোসেন, এম, হাফিজুর রহমান শিমুল, সৈয়দ মাহমুদুর রহমান, হাফেজ আব্দুল গফুর, শেখ আব্দুল করিম মামুন হাসান, শেখ সলেমান মামুন, ছাত্র সমন্বয়ক আমির হামজা, এবাদুল ইসলাম, যুদ্ধাহত রিয়াছাত আলী, মারুফ হাসান, ফজলুর রহমান, রবিউল ইসলাম, আরাফাত হোসেন প্রমুখ।