কালিগঞ্জ প্রতিনিধি \ “তোমার আমার বাংলাদেশে, ভোট দিবে মিলে—মিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০টায় নির্বাচন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও নির্বাচন অফিসার অনুজ গাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন সোহেল, ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব প্রমুখ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশে গণতন্ত্রের যে নবযাত্রা সূচিত হয়েছে, তা ধরে রেখে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। একটি নির্ভুল ও সুষ্ঠু ভোটার তালিকার মাধ্যমে জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।