কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি মঙ্গলবার বেলা ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা জামায়তের সহকারী সেক্রেটারি মাওঃ আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু, ছাত্র সমন্বয়ক আমির হামজা প্রমুখ। সভায় বক্তারা জাতীয় স্থানীয় সরকার দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং স্থানীয় সরকারের ভূমিকা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ উপস্থিত ছিলেন।