কালিগঞ্জ ব্যুরো ॥ কালিগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির সম্প্রীতি সমাবেশ ও র্যালী অনুষ্টিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলা বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও উপলক্ষে প্রথমে এবং সমাবেশ শেষে সৈয়দ ইখতেখার আলী নেতৃত্বে এক শান্তি র্যালী বাহির হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়মে সম্প্রীতি সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক শেখ ইবাদুল ইসলামের সভাপতিত্বে এবং মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনিপর আহবায়ক এ্যাড. সৈয়দ ইখতেখার আলী। তিনি বলেন “আমরা সবাই বাংলাদেশী। হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, মুমলিম আমারা সবাই বাংলার সন্তান। সাম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পেক্ষাপটে আমাদের মধ্যে যেন ভুল বুঝাবুঝি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দের দিক নির্দেশনা সকল সম্প্রদায়ের সাথে সৎভাবে চলা। কারও উপর কোন আক্রমনত্বক আচরন করা যাবে না। হিন্দু সম্প্রদায়ের মন্দির আমাদের রক্ষা করতে হবে। উক্ত বিষয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে লক্ষ রেখে সামনের পথ অতিক্রম করতে হবে। সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য প্রদান করেন সাবেক কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আবু মুসা। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু। অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দীন সোহেল, প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, শেখ শাহিনুর রহমান শাহিন, পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক মিলন কুমার ঘোষ,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য জোটের সাধারন সম্পদাক অসিত সেন,সহ সভাপতি রনজিত, সহ নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।বক্তব্য রাখেন ১২টি ইউনিয়নে আবাহয়ক,সদস্য সচিব প্রমুখ।