শেখ শরিফুল ইসলাম কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে ঃ জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মহা প্রয়াণ দিবস উপলক্ষ্যে কবিতা পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট বিকাল ৪টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হল রুমে প্রেসক্লাবের আয়োজনে ও কালিগঞ্জ শিল্পকলা একাডেমী ও সুর ঝংকর সাংস্কৃতিক পরিষদের বাস্তবায়নে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মহা প্রয়াণ দিবসে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান, সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনেতা ও নাট্য পরিচালক জি,এম,সৈকত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান জি,এম,স্পর্স। কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, বীর মুক্তিযোদ্ধা এস,এম, মমতাজ হোসেন মন্টু, উপজেলা সোহরাওয়াদী পাক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুলাহ ইব্রাহীম, কালিগঞ্জ উদীচি শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্তি চক্রবর্তী, বিশিষ্ট নাট্য অভিনেতা সুজন ও সুভ্রা, কবিতা আবৃতি করেন উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মলিক, ঐয়েন্দ্রিলা আহমেদ তাথৈ, সংগীত পরিবেশন করেন কালিগঞ্জ সুর ঝংকার সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কণিকা সরকার, রফিকুল ইসলাম, ফারিহা তাবাসুম তনু, মনানি রায়, নুঝহাত ই রহমান অরিন প্রমূখ। বক্তারা জাতীয় কবির প্রতি কবিতা ও গানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায়। অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমীর উদীচি শিল্প গোষ্ঠী, সুর ঝংকার সাংষ্কৃতিক পরিষদের শিল্প সদস্য বৃন্দ, শিক্ষক, মুক্তিযোদ্ধা, নাট্য অভিনেতা ও প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।