কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসডিআরআর প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খানের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মথুরেশপুর পুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, এসডিআরআর প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বিপ্লব তপাদার, প্রকল্প ইঞ্জিনিয়ার জেনুইন চাকমা, সহ সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি বক্তব্য রাখেন। সভায় দুর্যোগের সময় বিভিন্ন প্রস্তুতি নিয়ে বক্তারা আলোচনা করেন।ছবি :কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ। এরপূর্বে উপজেলা পরিষদ থেকে র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।