কালিগঞ্জ প্রতিনিধিঃ “সঠিক পুষ্টিতে সুস্থ্য জীবন” শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে সপ্তাহ ব্যাপি জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।