কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার বেলা ১০টায় অফিসার্স কল্যাণ ক্লাব মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীল মেধার বিকাশ ঘটাতে হবে। বই পড়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সকল বিষয় তাদের পারদর্শী করে তুলতে হবে। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু সহ প্রতিযোগিতার বিচারক বৃন্দ। এসময় হামদ, নাতে রসূল, কোরআন তেলাওয়াত, কবিতা আবৃতি, বিতর্ক, রচনা, সংগীত ও নিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করে।