কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশগড়বো সমাজ সেবায়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গতকাল বিকেলে বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমান সরকার সমাজ সেবা দপ্তরের মাধ্যমে সরকারি সেবা গুলো প্রান্তিক পর্যায় পৌছে দিচ্ছে। সাধারণ মানুষ যাতে জানতে পারে সেজন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। উপজেলা সমাজসেবা দপ্তরের ভাতাসহ ১৭টি সেবা মূলক কার্যক্রম চলমান রয়েছে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমূখ। সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।