কালিগঞ্জ প্রতিনিধি॥ জাতীয় শিক্ষা সপ্তাহে একাধিক বার উপজেলা এবং ২০২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১১টায় বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভীন। ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী‘র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যাক্ষ তোফায়েল আহমেদ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ সাহিত্যিক ও প্রাবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাড জাফরুল্লাহ ইব্রাহিম, সংবর্ধনা অনুষ্ঠান শেষে দি-হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলের আয়োজনে “আত্নশক্তিতে বলিয়ান ব্যাক্তি কখনো দরিদ্র থাকতে পারেনা” এই শ্লোগানকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় নৃত্য প্রদর্শিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।