কালিগঞ্জ প্রতিনিধি\ কলিগঞ্জে জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদস্য পদপ্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন জেলা পরিষদের সাবেক সদস্য, একই পদের প্রার্থী রোজিনা কান্টু। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু‘র সভাপতিত্বে মতবিনিময়কালে প্রতিদ্ব›দ্বী প্রার্থী সাংবাদিকদের বলেন, আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আবারও বিজয়ী হলে এলাকার অবকাঠামো উন্নয়নের পাশা-পাশি অসমাপ্ত কাজ শেষ করার জন্য বিশেষ ভুমিকা রাখবো। এই নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। বিশেষ করে সাংবাদিক ভাইদের কাছে আন্তরিক ভাবে দোয়া প্রত্যাশা করছি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রার্থীর স্বামী অতিরিক্ত পিপি, জেলা আ’লীগের সদস্য ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছুসহ প্রেসক্লাবের অন্যান্য সংবাদিকবৃন্দ।