কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে নির্বাচিত জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে প্রধান শিক্ষকের রুমে প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, সিনিয়র সহকারী শিক্ষক বাসুদেব ঘোষ প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা পরিষদের সদস্যকে সংবর্ধনা প্রদান হয়। অনুষ্ঠানের পরিচালনায় করেন সুকুমার দাশ বাচ্চু। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।