কালিগঞ্জ ব্যুরো ঃ সাতক্ষীরা কালীগঞ্জের ঐতিহ্যবাহী ডিএমসি ক্লাব মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে আট দলীয় সিক্সে সাইড ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার দিনভর ডিএমসি মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার ফাইনালে ঈশ্বরীপুর ক্রিকেট টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডিএমসি ক্লাব ক্রিকেট টিম। খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক শাহিন আলমের সার্বিক তত্ত্বাবধনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ৯ নং মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমসি ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মথুরেশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি গাজী নাসির উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম প্রমূখ। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন ইসমাইল হোসেন মিলন, মোস্তাক আহমেদ ও জাহিদ হাসান। খেলাটি পরিচালনা করেন অ্যাম্পিয়ার রেজাউল ইসলাম ও মাক্সিদুর রহমান। ম্যান অফ দা সিরিজ নির্বাচিত হন ডিএমসি ক্লাবের মাসুম হাসান, সেরা ফিন্ডিং নির্বাচিত হন আবু হানিফ ফাইনাল খেলায় ম্যান অফ দা ম্যাচ হন হিনো। মনোমুগ্ধকর এ খেলায় হাজার হাজার দর্শকের সমাগম হয়।