কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জে তাঁতি—দলের সাংগঠনিক সভা ও লিফলেট বিতারণ করা হয়েছে। শনিবার কালিগঞ্জে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতি দলের আহ্বায়ক হাসান শাহরিয়ার (রিপন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতি দলের যুগ্ম—আহ্বায়ক শেখ মাহমুদুল ইসলাম (বুলবুল), যুগ্ম—আহ্বায়ক নাজমুল হুদা, মাহমুদ মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা তাঁতি দলের আহ্বায়ক শরিফ মোহাম্মাদ আব্দুর (রাজ্জাক)। সঞ্চালনায় ছিলেন কালিগঞ্জ উপজেলা তাঁতি দলের সংগ্রামী সদস্য সচিব ফারুক হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ শোকর আলী সরদার, কালিগঞ্জ উপজেলা তাঁতি—দলের সিনিয়র যুগ্ম, আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ন—আহবায়ক আব্দুল আলিম, মোঃ নুর—ইসলাম, আবূ হাসান, জয়নাল আবেদীন, মাস্টার আব্দুল মান্নান, শ্রমিক দলের আব্দুল কুদ্দুস, সাদ্দাম সহ কালিগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ—সংগঠনের নেতৃবৃন্দ। জেলা তাঁতি—দলের আহবায়ক হাসান শাহরিয়ার (রিপন) বলেন দলকে শক্তিশালী করতে দলীয় নির্দেশনা অনুযায়ী সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।