কালিগঞ্জ প্রতিনিধি \ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১০টায় উপজেলা পরিষদ মাঠে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে এই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চ‘ুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃ বুলবুল কবির, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকতার্ বাকী বিল্লাহ, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মানবিকা শীলসহ বিভিন্ন শ্রেণি—পেশার ব্যাক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানের পরেই শুরু হয় যুব সমাবেশ ও পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়াম এবং অফিসার্স ক্লাবে ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রথম দিনের বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ”। এতে জয়লাভ করে সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয়, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বড়শিমলা মাধ্যমিক বিদ্যালয় ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়। আগামি ২১ জানুয়ারি একই স্থানে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ২২ জানুয়ারি সকালে কাবাডি প্রতিযোগিতা এবং বিকালে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি দিনব্যাপি উৎসবের সমাপ্তি পর্বে থাকবে প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।