কালিগঞ্জ ব্যুরো \ কালীগঞ্জে “এসো দেশ বদলায় পৃথিবী বদলায় “এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ এর বিতর্ক প্রতিযোগিতায় কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ এর বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম দ্বিতীয় রাউন্ড শেষে সর্বশেষ শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে উপজেলার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় থেকে ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূণ্য,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ। চ্যাম্পিয়ন দলের দলনেতা ছিলেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী নিশাত তাসনিম, দ্বিতীয় বক্তা ছিলেন দশম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া এবং তৃতীয় বক্তা ছিল নবম শ্রেণী শিক্ষার্থী হুমায়রা বিনতে সাকী। অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।