আব্দুল মাজিদ (কৃষ্ণনগর) কালিগঞ্জ থেকে \ কালিগঞ্জের পলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যলোক দের শাবলের আঘাতে দুলা ভাই নিহত ও বোন আহত হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি গতকাল দুপুর ২টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মোলার হাট সংলগ্ন উত্তর রঘুনাথপুর গ্রামে ঘটেছে। নিহত গ্রামের অবের আলী গাজীর পুত্র শামসুর রহমান (৬০) সরোজমিনে যেয়ে স্থানীয় ব্যক্তি সহ নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে নিহত ব্যক্তির পুত্র মিজানুর রহমান ( ৩০) এলাকার বিভিন্ন মৎস্য ঘেরে মাছ চুরি করেছে মর্মে ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের হয়। উক্ত অভিযোগের কথা জানতে পেরে একই গ্রামের আরশাদ আলী গাজীর পুত্রদ্বয় ফজর আলী (৪২) ও আহাদ আলী ( ৩০) ভগ্নিপতির বাড়িতে যেয়ে -তার বোন মাজিদা খাতুন ও ভগ্নিপতি শামসুর রহমানের সাথে বাক বিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে বোনের উপরে শাবল দিয়ে আঘাত করলে বোন মারাত্মক জখম হয়। স্ত্রীকে উদ্ধার করতে তার স্বামী শামসুর রহমান এগিয়ে আসলে তার মাথায় কোদাল দিয়ে কয়েক টি কোপ মেরে ঘাতক দয় পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের দু জন কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামসুর রহমানকে মৃত বলে ঘোষণা করে। সাবেক প্যানেল চেয়ারম্যান জি,এম নজরুল ইসলাম জানান ফজর আলীর বিরুদ্ধে ডাকাতি মাদকসহ একাধিক মামলা রয়েছে সে এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন জানান নিহত ব্যক্তির পুত্র মিজানুর রহমানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে মাছ চুরির অভিযোগ পেয়েছিলাম। সেই চুরির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার ওসি হালিমুর রহমান বাবু জানান ঘাতকরা পালিয়ে গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রপাতি দা ,শাবল, কোদাল উদ্ধার করা হয়েছে। তাদের গ্রেফতার করার অভিযান অব্যাহত আছে। শুক্রবার সকালে লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরার মর্গে পাঠানো হবে ।