আহম্মাদ উল্যাহ বাচ্চু\ কালিগঞ্জে একই পরিবারের দুই শিশু সন্তান থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত। আর্থিক সংকটে চিকিৎসার করাতে না পারায় দরিদ্র পরিবারটি মানবতার জীবন যাপন করছে। সরেজমিনে যেয়ে দেখা উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের তেঘোরিয়া গ্রামের শেখ শাহিন হোসেনের বড় ছেলে মাহফুজুর রহমান (৭) ও ছোট ছেলে মোস্তাফিজুর রহমান (৪)। দুজনই জম্মের ৬ মাস পর থেকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। বড় ছেলে মাহফুজুর রহমানকে প্রতি মাসে ৩ বার এবং ছোট ছেলেকে ১ বার রক্ত দিতে হয়। গরিব পিতা-মাতার তাদের ২ শিশু সন্তানের শরীরে রক্ত দিতে অনেক টাকার প্রয়োজন হয়। অন্যদিকে অর্থের অভাবে সন্তানদের ঠিকমত চিকিৎসা করাতে পারছে না গরীব অসহায় পরিবার। শেখ শাহিন এ প্রতিনিধিকে জানান, তাদের সামান্য একটু ভিটে বাড়ি ছাড়া কোন জমি জায়গা নেই। ঢাকার একটি ব্যাংকে চুক্তি ভিত্তিক পিয়নের চাকরি করে মাসে ৭ হাজার টাকা বেতন পান তিনি। একই সাথে ওভারটাইম ও অন্যান্য কাজ করে সীমিত অর্থ উপার্জন করেন। প্রতি মাসে দুই সন্তানের রক্ত কিনতে প্রায় সাড়ে ৭ হাজার টাকা খরচ হয়। যার কারণে শিশু সন্তানদের শরীরে রক্ত দিয়ে সংসার চালানো তার পক্ষে ভীষন কষ্ট সাধ্য হয়ে পড়ছে। সম্প্রতি টাকার অভাবে বড় ছেলে মাহফুজকে সময় মত রক্ত দিতে না পারায় দিন দিন সে অসুস্থ্য হয়ে পড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন দুই ছেলের উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। অসহায় গরীব পরিবারটি চিকিৎসা ও রক্ত কেনার জন্য সরকারি সাহায্যসহ সমাজের দানশীল ও বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সঞ্চয়ী নম্বর ০২২ ৪১২২ ০০০০১৬৩৭, মোবাইল নম্বর ০১৯২৮১০৪০৪২। আর্থিক সহযোগিতা পেলে দুই শিশু সন্তানের প্রতিমাসে রক্ত দেওয়াসহ তাদের চিকিৎসা খরচ চালাতে করতে সক্ষম হবে।