কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিক হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি খুলনা সেক্টরের স্পেশালিস্ট পারভীন আক্তার। ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি যশোর জেলা ব্যবস্থাপক শেখ সোবহাসের সঞ্চালনায় সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃআকরাম হুসাইন, ইউপির সচিব শহিদুল ইসলামসহ এনজিও প্রতিনিধি, কোর্স সমাপ্ত ও চলমান প্রকল্পের প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির উপজেলা সমন্বয়কারী ও কর্মসূচি সংগঠক নাজনিন নাহার, মনজুর আলম ও রুহুল আমিন। উল্লেখ্য, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রকল্পটি ২০২৩—২০২৪ অর্থবছরে কালিগঞ্জ উপজেলায় শুরু হয় এবং চলতি বছরের ২৫ ফেব্রুয়ারী সমাপ্ত হবে।