কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ ও প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডলকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকেল ৫টায় অফিসার্স কল্যাণ ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন সমাজসেবা কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুলাহ আল মামুনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাইদুজ্জামান রিজন, জিএম নুরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, ব্যবসায়ি আলহাজ্ব শেখ রিয়াজুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন। অফিসার্স কল্যাণ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ বদলী জনিত কারণে বরিশাল-বানারীপাড়া পটুয়াখালী রাঙ্গাবালী যাচ্ছেন। এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মণ্ডল বদলী জনিত কারণে ঝিনাইদহ ভেটেরেনারী কলেজের শিক্ষক হিসেবে যোগদান করবেন। সম্বর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক , অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।