কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জের মথুরেশপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ২ দিন ব্যাপি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বসন্তপুর বন্ধু কল্যাণ ইসলামী যুব সংঘের উদ্যোগে শনি ও রবিবার বাদ মাগরিব থেকে বসন্তপুর সোনালী ক্লাব মাঠ প্রাঙ্গণে ফাতেহা শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথম দিনে বসন্তপুর ঢালীপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআর ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মুহাদ্দিস আকরাম হোসাইন, বিশেষ বক্তা ছিলেন শীতলপুর প্রাইমারি স্কুল জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ রাশিদুল ইসলাম সিদ্দিকী। মাহফিলের দ্বিতীয় দিনে বসন্তপুর বাইতুল মামুর জামে মসজিদের খতিব মৌলভী আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা পেশ করেন রাজধানী শাহাজাহানপুর গউসুল আজম জামে মসজিদের খতিব শায়েখ আব্দুল মোস্তফা রাহিম আল আযহারী, বিশেষ বক্তা ছিলেন জামিয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার সুপার মুহাদ্দিস মাওঃ আব্দুল আজিজ আল কাদেরী। আলোচনা শেষে মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিলে নাতে মোস্তফা (সাঃ) পরিবেশন করেন বসন্তপুর শাহী জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ শাহাদাত হোসেন। ২ দিন ব্যাপি ওয়াজ মাহফিল পরিচালনা করেন মাওঃ আব্দুর রহমান।