কালিগঞ্জ প্রতিনিধিঃ ওপার বাংলা খ্যতিমান চিত্র শিল্পী, কবি ও সাহিত্যিকদের নিয়ে কালিগঞ্জে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ওপার বাংলার বিশিষ্ঠ কবি ও চিত্রশিল্পী শ্যামল জানা’র সন্মানে সার্জিক্যাল ক্লিনিক সংলগ্ন মোড়ে সাহিত্যিক ও প্রবন্ধীক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে এ্যাডঃ জাফরুলাহ ইব্রাহিমের পরিচালনায় সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ছড়াকার ও কবি আহম্মেদ সাব্বির, লেডিসক্লাবের সম্পাদিকা কবি ও লেখিকা ঈলাদেবী মলিক, শিক্ষিকা ও কবি কনিকা সরকার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু প্রমুখ। এ সময় স্বরচিত কবিতা পাঠ ও অভিজ্ঞতা বিনিময়ে মুগ্ধ হন সবাই।