কালিগঞ্জে প্রতিনিধি ঃ সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কালিগঞ্জে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। তিনি পুরস্কার বিতরনকরেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী। দুর্নীতি দমন কমিশন খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ ফজল প্রমুখ। বিচারকছিলেন সহকারী অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ও কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ বিষয়ের উপর রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জাকী আল আবিদ, দ্বিতীয় স্থান অর্জন করে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম নেছা মিম এবং তৃতীয় স্থান অর্জন করে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারজানা ফারহাদ।বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে ‘যে কোন রাষ্ট্রের উন্নতির পথে দুর্নীতিই অন্তরায়’ বিষয়ের পক্ষে বক্তব্য উপস্থাপন করে কালিগঞ্জ পাইলট মাধ্যকি বিদ্যালয়ের শিক্ষার্থী হুমাইরা, মাইমুনা জাহান সওদা ও মাহা সাকি এবং বিষয়ের বিপক্ষে বক্তব্য উপস্থাপন করে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আফরীন মৌ, জিএম মুজাহিদ ইবনে রফিক ও কোহেলী মল্লিক। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং সেরা বিতার্কিক নির্বাচিত হয় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় দলের নেতা মাহা সাকি। বিতর্ক প্রতিযোগীতায় উপজেলা থেকে ১৬টি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী অংশ গ্রহন করে।