কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও এসওডি‘র আলোকে দায়িত্ব কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০টায় ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। “বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ইউএসএআইডি-এর ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য বরুণ কুমার ঘোষ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৃষ্টিপাতের কালিগঞ্জ প্রতিনিধি এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, ইউপি সদস্য ও গ্রাম্য ডাঃ আব্দুল কাদের এবং ইউপি সদস্য নিজাম উদ্দিন প্রমুখ। দিনব্যাপি কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আইসিআরডিবি প্রকল্পের প্রজেক্ট অফিসার বিপ্লব তপাদার। প্রশিক্ষণে ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশিক্ষণে অংশগ্রহন করেন। প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন পিডিএফ রাজবুল হাসান রাজু।