কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাকের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক তুষার চক্রবর্তী এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ মিরাজ হোসেন খান। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও ব্র্যাকের মইনুল হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার—দে, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় দুর্যোগকালিন সময়ের পূর্বে এবং পরে করণীয় বিষয়ে ধারণা দেওয়া হয়।