কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শারদীয় দূর্গাপুজা উৎসব পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পুজা উদ্যাপন পরিষদের আয়োজনে গতকাল দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে ভবন মিলনায়তনে হয়। উপজেলা পুজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি ব্যাংকার রনজিৎ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গ্রাম্য ডাক্তার মিলন কুমার ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি রনজিৎ সরকার, অসিত কুমার সেন, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন চত্রবর্তী রাজিব, রিপন দত্ত, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কোষাধ্যক্ষ বরুণ কুমার ঘোষ, সমাজকল্যান সম্পাদক মিলন কুমার সরকার, সাংস্কৃতিক সম্পাদক নিত্যানন্দ সরকার, সহ-সাংস্কৃতিক সম্পাদক কানন বালা কর্মকর্তা, বিভিন্ন মন্দির কমিটির পক্ষে ইলাদেবী মলিক, দিলীপ কুমার সরকার, সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শংকর, ঠাকুর দাস সরকার, তপন কুমার মন্ডল, বিশ^জিৎ ঘোরামী, শিক্ষক বিরেন্দ্র নাথ, ডাঃ শংকর কমার পাল, কাত্তিক মন্ডল ও রামকৃষ্ণ প্রমুখ। আসন্ন স্বারদীয় দূর্গাপুজা উপলক্ষে উপজেলায় ৫৩টি সার্বজনীন মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। মন্দিরে ধমীয় গান বাজানো, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, মন্দির প্রাঙ্গণ থেকে সকল দোকানপাঠ দুরে বসানো, মাদকদ্রব্য পরিহার করা, স্বেচ্ছাসেবকদের পোশাকের ব্যবস্থা, মহিলা ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক পৃথক চলাচলের ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ আলোচনা সিদ্ধান্ত গৃহীত হয়।