শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

কালিগঞ্জে দৃষ্টিপাত পরিবারের উষ্ণ সংবর্ধনায় সিক্ত হলেন সম্পাদক জি এম নুর ইসলাম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় কর্মরত প্রান্তিক পর্যায়ের দৈনিক দৃষ্টিপাতের সাংবাদিকদের ভালবাসার উষ্ণ সংবর্ধনায় সিক্ত হলেন সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম।সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠকনন্দিত পত্রিকা,প্রকাশনার শিষ্যে,সত্যের সন্ধ্যানে প্রতিদিন যার পথ চলা, ব¯‘নিষ্ট সাংবাদ পরিবেশনে যার অদম্য ,অনবদ্য, ক্লান্তিহীন ছুটে চলা মহাপরাক্রমশালী সৃষ্টিকর্তার এ যেন এক অক্ষয় দূর্জয় মহা শক্তির আঁধারকে দূরে সরিয়ে রক্তচক্ষুকে তোয়াক্তা না করে,পেশিশক্তির ভয়ে পিছে না থেকে সাদাকে সাদা, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যার আস্তাকুঁড়ে নিক্ষেপ করে এক জেলা থেকে অন্য জেলা পরে বিভাগকে জয় করার এক অকল্পনীয় কাহিনীকে হার মানায় দৈনিক দৃষ্টিপাত পত্রিকা। দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলামের কালিগঞ্জে আগমন উপলক্ষে কালিগঞ্জ দৈনিক দৃষ্টিপাত পত্রিকার পরিবারের পক্ষ হতে প্রান ঢালা উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। দৈনিক দৃিষ্টপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো ও যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক শেখ শরিফুল ইসলাম সহ সকল সাংবাদিকবৃন্দ সম্পাদক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কালিগঞ্জ উপজেলা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিকবৃন্দদের সাথে এক মতবিনিময় ও আলোচনা সভায় মিলিত হন সৎ ও ক্লিন ইমেজের ব্যাক্তিত্ত সম্পাদক জি এম নুর ইসলাম। ৬ নভেম্বর বিকালে কালিগঞ্জ ব্যুরো ব্যাবসায়ীক প্রতিষ্টান যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চতূর্থ তলার কনফারেন্স রুমে সাংবাদিক শেখ শরিফুল ইসলামের সভাপতিত্বে দৈনিক দৃষ্টিপাত পত্রিকা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলাম। তিনি বলেন, পাঠকের কন্ঠস্বর দৈনিক দৃষ্টিপাত,একমাত্র পাঠকই নন্দিত দৈনিক দৃষ্টিপাতকে উজ্জেবীত করে রেখেছেন । প্রত্রিকাকে পাঠক বান্ধব করতে আমরা বদ্ধপরিকর। সকলের ঐক্যান্তিক প্রচেষ্টায় দৈনিক দৃষ্টিপাত আজ সাতক্ষীরার বুকে প্রকাশনার শিষ্যে।ঝড় ও বর্ষাকে উপেক্ষা করে প্রতিদিনের ন্যায় অতি প্রত্যূষে সাতক্ষীরা ও আশেপাশের জেলার প্রত্যান্ত অঞ্চালের পাঠকের নিকট পৌঁছায়ে যায় দৈনিক দৃষ্টিপাত। সাংবাদিকদের কালিগঞ্জে সরকারের সকল উন্নয়নের চিত্র সহ কৃষি,স্বাস্থ্য,অর্থনৈতিক,কৃষকের সম্ভাবনা চিত্র, পরিবেশবান্ধব ,প্রাকৃতিক সিনারী সম্মলিত চিত্র, সকল দূরনীর্র্তি,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সহ সকল সেক্টরের সম্ভাবনাময় চিত্র তুলে ধরার দিকনির্দেশনা প্রদান করেন। কালিগঞ্জে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সকল সাংবাদিককদের সাংবাদিকতার পথ চলার দিকনির্দেশনা পত্রিকার পরিবেশকদের পরিচালনা বিষয়ক ও পত্রিকার উত্তরাউত্তর সমৃদ্ধি করনে তৃণমূল সাংবাদিকদের ভূমিকার বিষয়ে সকল গাইডলাইন প্রদান করেন। সম্পাদকের দিকনির্দেশনায়ামূলক গাইড লাইনে নুতন প্রান শক্তি সঞ্চারীত হয় কালিগঞ্জের তৃণমূল পর্যায়ে কর্মরত সকল সাংবাদিকবৃন্দের মাঝে। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তর‌্য রাখেন আমার সংবাদ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাছীর উদ্দীন, দৃষ্টিপাতের ম্যানেজার মোঃ বুলবুল কবির,কালিগঞ্জের দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কৃষ্ণনগর প্রতিনিধি আব্দল মাজিদ,বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম,তারালী ইউনিয়ন প্রতিনিধি মোঃ আব্দুস সালাম,চম্পাফুল প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনি,দঃশ্রীপুর প্রতিনিধি এস এম শাহাদাৎ হোসেন,বিষ্ণুপুর প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন,ধলবাড়ীয়া ইউনিয়ন প্রতিনিধি মোঃ রাজবুল হাসান রাজু,রতনপুর ইউনিয়ন প্রতিনিধি রেদোয়ান মামুন,মোঃ আব্দুস ছাত্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com