কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও বিদেশী মুদ্রাসহ আবু হাসান রাজু (৩২) নামে ১ যুবককে আটক করা হয়েছে। (২৪ মার্চ) মঙ্গলবার গভীর রাতে উপজেলার চরযমুনা এলাকায় সেনা ক্যাম্পের আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক যুবক মথুরেশপুর ইউনিয়নের চরযমুনা গ্রামের কামাল হোসেনের ছেলে। স্থানীয় ও সেনা ক্যাম্প সূত্রে জানাযায়, আবু হাসান রাজু একজন কুখ্যাত সন্ত্রাসী। স¤প্রতি সে এলাকায় বিভিন্ন বিশৃঙ্খল ও অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী সদস্যরা মঙ্গলবার রাতে চরযমুনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় রাজুর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র ও বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি রামদা, তিনটি চাপাতি, একটি চাকু, দুইটি লোহা ধার দেওয়ার ব্লেড, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৮টি ভিন্ন দেশের কাগুজে মুদ্রা। বুধবার (২৫ মার্চ) সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে গ্রেফতারকৃত আবু হাসান রাজুকে জব্দকৃত অস্ত্র ও অন্যান্য সামগ্রীসহ কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, আবু হাসান রাজুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ থাকায় তদন্ত সাপেক্ষে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনীর সদস্যদের অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। এমন ব্যক্তির আটকের ফলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন অনেকে।