কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো ও যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক শেখ শরিফুল ইসলামের অফিসে সুধিজন,রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকদের নিয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল ২৮শে রমজান বিকালে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শারিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ“লীগের সভাপতি মান্টার নরীম আলী মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলের উপজেলা আ“লীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান মোঃ এনামুল হোসেন ছোট,জাতীয় পর্টি কালিগঞ্জ সভাপতি ও নাজিমগঞ্জ জামে মসজিদের সহ-সভাপতি মোঃ মাহহাবুবর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম,কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ ইবাদ আলী , উপজেলা আ“লীগের যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, প্রচার ও সম্পাদক কাজী আব্দুর রহমানজাতীয় শ্রমিক লীগের উপজেলা সাধারন সম্পাদক মোঃ আব্দুস সবুর, মিয়ারাজ আলী, সাবেক ছাত্রলীগ নেতা জি এম মহিববুলাহ্ রনি প্রমুখ। সম্পানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি ও রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহীন,রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক ,উদ্দীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ও ফিপা সহকারী রেফারী শেখ ইকবাল আলম বাবলু,সহ-সভাপতি শেখ সাদিকুর রহমান, মোঃ আব্দুল হামিদ,শেখ শাওন আহম্মেদ সোহাগ, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, হাবিবুলাহ, আরাফাত হাসেন, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, মোঃ ফজলুল হক, জি এম আলা মামুন, মোঃ শের আলী, গাজী মিজানুর রহমান সহ রিপোটার্স ক্লাবর সকল সাংবাদিকবৃন্দ, সুধীজন উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতী তথা মুসল্লিম উম্মার সুখ, শান্তি ও মঙ্গল কামানায় দোয়া ও করেন ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ অয়ায়েজুর রহমান।