কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে ধমীয় ভাবগম্ভির্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার উপজেলার সকল ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্টিত হয়। উপজেলার কোট জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্টিত হয় সকাল ৭টায়। ঈদ জামাতে নামাজ আদায় করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আজাহার আলী সহ সরকারী কর্মকর্তা , সাংবাদিক,মুক্তিযোদ্ধা,শিক্ষক সহ অত্রএলাকার মুসুল্লিবৃন্দ । বয়ান সহ ঈদের নামাজ পড়ান এবং দেশ জাতী তথা মুসলিম উম্মার সুখ শান্তি ও মঙ্গল কামানায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ আকরাম হোসেন। উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শান্তিপূর্ণ ভাবে ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মাধ্যমে পালিত হয়েছে।