কালিগঞ্জ (সদর) প্রতিনিধি \ “শেখ হাসিনার বাংলাদেশ, খুদা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জের বসন্তপুর খাদ্যগুদামে প্রান্তিক কৃষকদের নিকট থেকে সরকারীভাবে বোরো মৌসুমের ধান ও চাউল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় বোরো ধান ও চাউল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুল ইসলাম, বসন্তপুর খাদ্য গুদামের ফুড ইন্সপেক্টর হাসেম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ রিপোটার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাউসার তুহিন, সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলুসহ বসন্তপুর খাদ্যগুদাম কর্মকর্তা,প্রান্তিক কৃষক বৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।