বিশেষ প্রতিনিধি ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০৪১ সালের মধ্যে স্মার্ট নাগরিক গড়ার প্রত্যয়ে নতুন কারিকুলাম অনুযায়ী কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে। ৩১ ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলাফল প্রকাশ করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদী। এ সময়ে প্রধান অতিথি বলেন স্মার্ট দেশের স্মার্ট নাগরিক হতে হলে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা পরিহার করে নতুন কারিকুলামের মাধ্যমে নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে। তিনি আরও বলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ের মাধ্যমে নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য অভিভাবকদের অবহিত করেন এবং নতুন কারিকুলামের উদ্দেশ্য ও লক্ষ্য অভিভাবকদের মাঝে তুলে ধরেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: বাকী বিল্লাহ,সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি অ্যাড: হাবিব ফেরদৌস শিমুল, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন পাড়,সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আশিকুর রহমান দিপু,নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান, বিদ্যালয়ের বিদোৎসাহী সদস্য শেখ রফিকুল ইসলাম, শেখ ইকরামুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভিন, সিনিয়র শিক্ষক রবীন চন্দ্র লস্কর, ব্রজেন কুমার মন্ডল ও সুব্রত সরকারপ্রমুখ।