কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে গতকাল বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান এনামুল হোসেনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়র শেখ মেহেদী হাসান সুমন। তিনি বলেন, আমি আপনাদের ভালোবাসায় উপজেলা পরিষদের মূল্যবান চেয়ারে বসতে পেরেছি। এজন্য জনগনের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। সকল হিংসা, বিদ্বেষ ভূলে স্মার্ট, আধুনিক ও মডেল উপজেলা হিসেবে কালিগঞ্জ কে গড়তে চাই। দলমত নির্বিশেষে উপজেলার উন্নয়নের স্বার্থে একসাথে মিলে মিশে কাজ করতে চাই। আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ও প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকত আফি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ইউপি সদস্য সাইলুজ্জামান সাইলু, ইউপি সদস্য মাহফুজা খানম খুকু, মৌতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি দুলাল চন্দ ঘোষ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রাম্য ডাক্তার মিলন কুমার ঘোষ প্রমুখ। উল্লেখ্য ৩০ মে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা আ’লীগ, কৃষকলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।