বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার কালিগঞ্জে হাসিনা খাতুন (৪২) নামে এক নারীর নিজ ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ২৯ মে বুধবার বেলা ১১ টার দিকে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কুকোডাঙ্গা মোড় এলাকা থেকে কালিগঞ্জ থানার পুলিশ ওই লাশ উদ্ধার করেছে। নিহত হাসিনা খাতুন ভাড়াশিমলা গ্রামের মরহুম আব্দুল খালেকের মেয়ে। ঘটনার বিবরণে জানা যায়, প্রায় ২৫ বছর যাবত হাসিনা খাতুন একমাত্র মেয়েকে নিয়ে ভাড়াশিমলা গ্রামে পিতার বাড়িতে বসবাস করতেন। মেয়ের বিয়ে হওয়ার পর একপর্যায়ে হাসিনা খাতুন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বুধবার সকালে হাসিনা খাতুনের ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় থানায় খবর দেয়া হলে পুলিশ এসে অর্ধগলিত লাশ উদ্ধার করে নিয়ে যায়। কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রদীপ রায় জানান, বুধবার বেলা ১১ টার দিকে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা হাসিনা খাতুনের শয়ন কক্ষ থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।