কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের প্রায়ত সাবেক চেয়ারম্যান আব্দুল হকের সমাজসেবামূলক কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে প্রবাস জীবন ছেড়ে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুকুন্দপুর গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব আব্দুর রব। সড়ক ও জনপদের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় তিনি নিজস্ব অর্থায়নে মথুরেশপুর ইউনিয়নের গণপতি ডাঃ মুজিব রুবি মডেল হাই স্কুলের পাশে কাজলের বাড়ির সামনে ইটের সলিং পুনঃসংস্কার করেছেন। এছাড়াও পানি চলাচলের সুবিধার্থে পাইপ স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার, মুকুন্দপুরের প্রয়াত স্কুল শিক্ষক আব্দুর রহমানের বাড়ি থেকে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পাশ দিয়ে বিল ধার পর্যন্ত ইট সলিং রাস্তা সংস্কার করেন। মানবতার সেবায় নিবেদিত এই সমাজসেবক শুধু রাস্তা সংস্কারেই থেমে নেই। তিনি সুপেয় পানির ব্যবস্থাসহ অসহায় দুস্থ মানুষের সাহায্য সহায়তায় অবিরাম কাজ করে যাচ্ছেন। এলাকার মানুষের কাছে ইতিমধ্যে তিনি “মানবতার ফেরিওয়ালা” হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। রাশিয়া প্রবাসী এই সমাজসেবক এবং হাজী পিউর ড্রিংকিং ওয়াটারের স্বত্বাধিকারী আব্দুর রব বলেন, জীবনের বাকী সময়টুকু তিনি মানুষের কল্যাণে ব্যয় করতে চান। তার এই উদ্যোগে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার দীর্ঘায়ু কামনা করেছেন।