বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানের অধিকাংশ নিত্যপণ্যের দোকানে টানানো নেই মূল্য তালিকা। একটি নোটিশ বোর্ডে প্রতিদিনকার নিত্যপণ্যের দাম লিখে রাখার নির্দেশনা থাকলেও অনেকেই তা মানছেনা। কিছু দোকানে তালিকা থাকলেও সেগুলো নিয়মিত হালনাগাদ করা হয় না। বাজার দর ও মূল্য তালিকা নিয়ে ক্রেতাদের অভিযোগের শেষ নেই। ব্যবাসায়ীরা যদি জানতে পারে যে কোন প্রকার জিনিষের দাম বাড়বে তবে আগের কেনা জিনিষও বেশি দামে বিক্রি করে। কিন্তু কোন জিনিষের দাম কমলে ব্যবসায়ীরা কমদামে বিক্রি করতে চায়না। এছাড়াও দোকানে মূল্য তালিকা না থাকায় সাঠিক দামে মালামাল বিক্রি করা হচ্ছেনা বলেও অনেকে অভিযোগ করেছেন। তাই ব্যবসায়ীরা যাতে সরকার নির্ধারিত মূল্যে যাতে মালামাল বিক্রি করে এবং প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো হয় সেই ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন সচেতন মহল।