রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালিগঞ্জে নিত্যপণ্যের বাজার মনিটরিং করলেন ইউএনও

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ পবিত্র মাহে রমজানের শুরুতেই কালিগঞ্জসহ আশপাশের বাজার গুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। খিরাই, কাঁচা মরিচ, বেগুন, ঢেঁড়স, করলা, আলু, গাজরসহ অন্যান্য পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে (৪ মার্চ) মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল বাজার মনিটরিং করেন। তিনি ফুলতলা মোড় কাঁচা বাজার, মাছ বাজার ও মাংসের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে হবে এবং কারসাজির মাধ্যমে অতিরিক্ত মূল্য আদায় করা যাবে না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে ইউএনও নির্দেশনা দেন, প্রতিটি কাঁচাবাজার ও মুদি দোকানের সামনে পণ্যের মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বাজার মনিটরিংকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ। এদিকে রমজানের শুরুতেই বাজারে খিরার দাম ৩০ টাকা থেকে বেড়ে ৬০—৭০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা থেকে ৮০ টাকা, করলা ১২০ টাকা, ঢেঁড়স ৯০ টাকা এবং অন্যান্য সবজির দামও বৃদ্ধি পেয়েছে। একইভাবে মাছ, দেশি মুরগি ও মাংসের দামও ঊর্ধ্বমুখী। ভোক্তারা অভিযোগ করছেন, বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মানা হচ্ছে না, যার ফলে তারা অতিরিক্ত দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জন্য এই পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। সাধারণ জনগণ আশা করছেন, রমজান মাসজুড়ে উপজেলা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে বাজারমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং তারা স্বস্তিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com