কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে মৎস্য ঘেরের আইলে উত্তম ব্যবস্থাপনায় নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম প্রশিক্ষন উদ্বোধন করেন। উপজেলা পরিষদের আয়োজনে ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার শফিক আল সারাহ এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, জাইকা পরিচালিত ইউজিডিপি প্রকল্পের ইউডিএফ আসমাউল হুসনা প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১’শ ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।