কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি শনিবার গভীর রাতে কালিগঞ্জ সুইজ গেট সংলগ্ন নৌকার নির্বাচনী অফিসে ঘটে। স্থানীয় বাসিন্দা শেখ মুরশিদ এলাহী বাবুও মোঃ আক্তারুজ্জামান দৈনিক দৃষ্টিপাতকে জানান ঐ রাতে ২টায় কে বা কারা উপজেলার সুইজ গেট সংলগ্ন নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে। পরে কালিগঞ্জ সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন। এছাড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ হুমায়ূন কবীর ও পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী ঘটনা স্থল পরিদর্শন করেন। গতকাল সকালে সাতক্ষীরা ৪ আসনের নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন ক্ষতিগ্রস্থ নৌকার নির্বাচনী অফিসে পরিদর্শনে আসেন। এসময় তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। পাশাপাশি সকল নেতাকর্মীদের ধৈর্য্য ধারনের আহ্বান জানান। উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপঙ্কর দাশ দিপু, জেলা শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন, আ’লীগ নেতা চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমুন, চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল্লাহ্, বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম, উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ নাজমুল আহসান, উপজেলা ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ন সম্পদক স্বজল মুখার্জী প্রমুখ। শ্যামনগর ও কালিগঞ্জ্ উপজেলা আ“লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।