কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলায় নিত্যপ্রয়োজনীয় কৃষি পন্য সহনীয় রাখতে উপজেলা প্রশাসন নিরালস ভাবে কাজ করে চলেছেন। এ লক্ষে উপজেলার সব কটি বাজার সহ সাপ্তাহিক হাট গুলোতে মনিটরিং করতে দেখা গেছে উপজেলা প্রশাসনের। ৫ জুন বুধবার উপজেলা কুশুলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কুশুলিয়া হাটে পর্যবেক্ষন করতে দেখা। কাঁচামরিচ, মসলাসহ নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে কালিগঞ্জ উপজেলার কুশলিয়া, বাঁশতলা হাট সহ বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী।