কালিগঞ্জ প্রতিনিধি\ “ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা পর্যায়ে পরিকল্পিত পরিবার গঠণ, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য-পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির জন্য উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে ও আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার সহযোগিতায় কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক সিসি ডাঃ এবিএম দীন মোহাম্মাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রওশনারা জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ প্রবীর কুমার মুখার্জী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, নাজমুল হাসান নাঈম, ফেরদৌস মোড়ল, গোবিন্দ মন্ডল, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, করোনা এক্সপাট টিমের এডমিন-২ সেলিম শাহরিয়ার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা ও প্রজেক্টরের মাধ্যমে কনটেন্ট উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম।