কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রবীর কুমার মুখার্জির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার সাহা। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এফ.পি.আই শাহ আলমের পরিচালনায় বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সিসি) ডাঃ দীন মোহাম্মদ) সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) গাজী বশির আহম্মেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত এফ.পি.আই শংকর কুমার সিংহ, এফ.ডাব্লিউ.এ শামসুন্নাহার. এফ.ডাব্লিউ.ভি আনোয়ারা খাতুন, এফ.পি.আই মিজানুর রহমান, এস.এ.সি.এম.ও মনিরুল ইসলাম, টি.এফ.এ.পি রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে শেষে বিদায়ী কর্মকর্তা আব্দুস সেলিমের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।