কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জে পানিতে ডুবে মোছাঃ কুঞ্চুন বিবি (৮৭) নামের এক বৃদ্ধার করুন মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজপাটুলী গ্রামের জনাব আলী গাজীর স্ত্রী। থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃদ্ধ নারী দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন। প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ আদায়ের জন্য গতকাল ভোরে ৫টার দিকে বাড়ির পুকুরে ওজু করতে যায়। এসময় অসাবধানতা বসত পুকুওর পড়ে গিয়ে পানিতে ডুবে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান মনিসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।