বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে গোলাম মোস্তফা (২৬) নামের ২সন্তানের জনক এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতু গোলাম মোস্তফা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সেহারা গ্রামের মৃত জব্বার আলীর পুত্র ও নলতা মোবারকনগর বাজারের বস টেইলার্সের দর্জি কারিগর। ঘটনার বিবরণে জানা যায়, গোলাম মোস্তফা ৭ এপ্রিল শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ না ফেরায় পুকুর পাড়ের ঘাটে যেয়ে তার জুতা দেখে তাকে না পেয়ে খোজাখোজির এক পর্যায়ে পানিতে ডুবে মৃত্যু অবস্থায় তাকে পাওয়া যায়। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেন।