মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন

কালিগঞ্জে পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ কালিগঞ্জে দ্রুতগতির এক পিকআপের ধাক্কায় লুৎফর রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত লুৎফর রহমান উত্তর রঘুনাথপুর গ্রামের রফিকুল ইসলাম সরদারের পুত্র। বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, লুৎফর রহমান বাইসাইকেলে বাড়ি ফেরার পথে উত্তর রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা মুরগী বহনকারী দ্রুতগামী একটি পিকআপের (ঢাকা মেট্রো ন২১-০৬৩৩) ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাত ১২ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ঘাতক পিকআপটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। কালিগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনায় জড়িত পিকআপটি থানায় নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com